রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ মে) রাতে একাধিক অভিযানে তাদের আটক করা হয়।
তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে বিপুল টাকা ও অন্যান্য মূল্যবান মালপত্র এবং আলামত জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, বিপুল টাকাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২ মে) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।