ঈদের দিন ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের আনন্দ আয়োজনকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ শিশুতোষ ধারাবাহিক নাটক ‘হই হই হল্লা’।
মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালক করেছেন মো. তোফায়েল সরকার।
নাটকটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে – তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন, মোবারক মামা চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র এবং অন্যান্য চরিত্রে ছিলেন বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, ফকরুল ইসলাম প্রমুখ।
নির্মাতা জানান, ঈদকে ঘিরে ৫টি পরিবারের আড্ডা আর হাসি- আনন্দের চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।
দুরন্ত’র ৫ দিনের বিশেষ ঈদ আয়োজনে ঈদের ৫দিন ‘হই হই হল্লা’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে বিকেল ৫টায় ও রাত ৮টায়।